নিউইয়র্কে ‘জিল্লুর রহমান স্মৃতি সংসদ’র দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

317

নিউইয়র্ক থেকে: ‘জিল্লুর রহমান স্মৃতি সংসদ’ এর যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক ২১ অগাস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের স্মরণে জ্যাকশন হাইট্সের হাটবাজার পার্টি সেন্টারে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মৃতি সংসদের সভাপতি এবাদুল হক এবাদ।

সৈয়দ গোলাম কিবরিয়া, ইসমাইল হোসেন স্বপন, খন্দকার জাহিদুল ইসলাম ও সুমন মাহমুদের সম্মিলিত সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং প্রধান আলোচক ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের ফার্স্ট সেক্রেটারি মোঃ শামীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, প্রচার সম্পাদক এনাম দুলাল, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, নিউ আমেরিকান ইয়ুথ ক্লাবের সভাপতি মুরশেদ আলম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের উপদেষ্টা নূরে আজম বাবু, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি মোল্লা মাসুদ এবং সাবেক সভাপতি জাকির হোসেন হিরু।

নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন আতিকুর রহমান সুজন, একরামুল হক সাবু, কামরুজ্জামান মুরাদ, সিরাজুল ইসলাম, নিজামুদ্দীন, ফারুক হোসেন, আবরার সিমন, শেখ জামাল হোসেন, সেবুল মিয়া, ইফজাল আহমেদ, রহিমুজ্জামান সুমন, মিজান চৌধুরী, মাহমুদুর রহমান, আবুল হাসানাত, কবির আলী, জাহিদ মিয়া, গিয়াস উদ্দিন, নাফিকুর রহমান তুরান, এইচ.এম. ইকবাল, কামাল হোসেন রাকিব, মনিরুল আলম দীপু, স্বপন বিশ্বাস, রাসেল সরকার, মোশারফ হোসেন, আব্দুল আলিম, উবায়েদ উল্লাহ, ফাতেমা ওবায়েদ, আমিনুল ইসলাম, জসিম উদ্দীন ভুঁঞা, পঙ্কজ তালুকদার, মৃদুল করিম, ইমতিয়াজ, রিফাত সাখাওয়াত রাজীব, অতুল প্রসাদ রায়, কামাল উদ্দিন, কাওসার আহমেদ, আল-আমিন, রনি দেওয়ান, রবিউল হোসেন, রায়হানুর রহমান প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ২০০৪ সালের ২১ অগাস্টে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। গ্রেনেড হামলায় নিহতদের স্মৃতিচারণ এবং প্রগতিশীল শক্তির করণীয় নির্দেশনা করে প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথিসহ বক্তাগণ আবেগময় বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি সিদ্দিকুর রহমান বলেন, ২১ অগাস্টে গ্রেনেড হামলার নেপথ্য কুশীলবদেরও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। মুজিব আদর্শের সৈনিক ও স্বাধীনতার পক্ষের শক্তির দুর্বার ঐক্য গড়ে তুলে এ জাতীয় সকল ষড়যন্ত্র প্রতিরোধ করার সংকল্প গ্রহণ করতে হবে।

তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার জীবন এখনও ঝুঁকিমুক্ত নয়। এখনও ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। কাজেই সকলকে সতর্ক থাকতে হবে আমাদের আস্থা ও চেতনার বাতিঘর বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রীকে সর্ববিধ সুরক্ষা দেয়ার জন্য।’’

শামীম হোসেন বলেন, ‘রাজনীতি করা হয় জনগণ এবং দেশের কল্যাণের অভিপ্রায়ে। অথচ কেউ কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্যে প্রতিদ্বন্দ্বি রাজনীতিকদের হত্যায় প্রবৃত্ত হন। এটি গ্রহণযোগ্য হতে পারে না গণতান্ত্রিক সমাজে।

সভা শেষে নিহতদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.