খালেদার মুক্তি দাবি জাতীয়তাবাদী ফোরামের
নিউইয়র্ক থেকে: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকা।
স্থানীয় সময় রবিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘ইত্যাদি পার্টি’ হলে ফোরামের কার্যকরী কমিটির সাংগঠনিক সভায় এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম এন. হায়দার মুকুট। সভায় ফোরামের ঐতিহ্যকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণের কাজকে এগিয়ে নেওয়া এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার, সাবেক সভাপতি সারওয়ার খান বাবু, সাবেক প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, উপদেষ্টা মুক্তিযোদ্ধ ওয়াহিদ আলী মন্ডল, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, ফোরামের নেতা একেএম রশিদ, শাওন বাবলা, আবুল কাশেম, আলী হোসেন, মিজানুর রহমমান, আশরাফুজ্জামান, মফিজুল ইসলাম, সুমন সরদার, এস আই ঢালি, আলহাজ্ব মাওলানা আবুল কালাম, দেলোয়ার হোসেন, আমজাদ হোসেন, আবু হানিফসহ কর্মকর্তারা।
বক্তারা বলেন, ‘কারান্তরীণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। এ অবস্থায় খালেদা জিয়ার সুচিকিৎসার প্রয়োজন। আমরা তাঁর নিঃশর্ত মুক্তি চাই, যাতে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।’