সাকিবের অস্ত্রোপচার অক্টোবরে, খেলবেন এশিয়া কাপে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার সাকিব আল হাসান। আর আসন্ন এশিয়া কাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। আঙুলের চোটের কারণেই এ অনিশ্চয়তা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) পক্ষ থেকে জানানো হয়েছে সাকিব এশিয়া কাপে খেলছেন। এশিয়া কাপ শেষে অক্টোবরে তার আঙুলের অস্ত্রোপচার করা হবে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, ফিজিও থিহান চন্দ্রমোহন সাকিবের আঙুলের চোট পরিস্থিতির রিপোর্ট নিয়ে অস্ট্রেলিয়ার চিকিৎসক গ্রেগ হয়ের কাছে গিয়েছিলেন। তিনি সাকিবকে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চেয়েছেন। এশিয়া কাপের আগে অস্ত্রোপচার না করালেও সমস্যা হবে না বলে গ্রেগ হয় জানিয়েছেন।
এর আগে বিসিবি সভাপতি বলেছিলেন, সাকিবকে তিনি এশিয়া কাপে দেখতে চান। যদিও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়ার ভার সাকিবের ওপর ছেড়ে দেন তিনি। প্রসঙ্গত, গত সোমবার থেকে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে।