বাংলা অক্ষর টনি নিউ ইর্য়ক থেকেঃ
এক্সিট ফুটবল লীগে যুব সংঘের বাবলুর মৌসূমের দ্বিতয় হ্যাটিক করার গৌরব অর্জন করে।
দিনের এক মাএ খেলায় যুব সংঘ ৯-০ গোলে উবাইয়া কে পরাজিত করে।।খেলায় যুব সংঘ এক চেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে ৯-০ গোলে উবাইয়াকে এই মৌসূমের প্রথম সর্বচ্চো গোলে পরাজিত করে। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত এক্সিট ফুটবল লীগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ টি গোল যুব সংঘের।
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত এক্সিট ফুটবল লীগ-২০১৮ এর ৭ম সপ্তাহে গত ৫ আগষ্ট রোববার একটি খেলা অনুষ্ঠিত হয়। সিটির কুইন্স বরোর নিউটাউন অ্যাথলেটিক মাঠে অপরাহ্নে অনুষ্ঠিত লীগের খেলায় যুব সংঘ ৯ -০ গোলে উবাইয়া-কে, পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে।
এদিন উবাইয়া যুব সংঘের বিরুদ্ধে কোন প্রতিরোধই গড়ে তুলতে বা কোমর সোজা করতেই পারেনি গোল আর গোল গোলের বন্যা বইয়ে দিয়েছে যুব সংঘ আবার বাবুলে একটা নয় দুটি হ্যাট্রিক। খেলার প্রথমার্ধে তিন টি আর দ্বিতীয়ার্ধে ছয়টি গোল হয়। প্রথমার্ধের ১৭ মিনিটের মাথায় বাবলু প্রথম গোল করে যুব সংঘ-কে এগিয়ে নিয়ে যায় (১-০)। এরপর ২৫ মিনিটের মাথায় বাবলু দ্বিতীয় গোল করেন পেনাল্টি থেকে পাওয়া গোলে উবাইয়া বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল যুব সংঘ।
খেলার ২৫ মিনিটে কর্ণার থেকে উবাইয়ার বক্সে বল এলে সেই জটলায় হ্যানবল করে বসেন । রেফারি পরে হ্যানবল দেখিয়ে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে সফলভাবে গোল করে চলমান আসরে নিজের ২য় গোল উদযাপন করলেন পরবর্তীতে ৩১ মিনিটের মাথায় শোহেল আরো একটি গোল করেন (৩-০) যুব সংঘকে এগিয়ে নিয়ে যায় বিরতির আগে।
পরবর্তীতে খেলার দ্বিতীয়ার্ধের এর দুই মিনিট পরই ৩৭ মিনিটে বিজয় দলের পক্ষে বাবলুর হেট্রিক সহ দলের ৪-০ গোলে এগিয়ে যায়। খেলার ৩৯ মিটির সময় বাবলু আরো একটি গোল করেন (৫-০)। ৪২ মিনিটের মাথায় আরও একটি আত্মগাতিক গোল খায় ৬-০ গোল। ৪৬ মিনিটের সময় আবারও বাবলু আরো একটি গোলের মাধ্যমে নিজের ৫ টি গোল দলের ৭-০ গোলে যুব সংঘ ক্লাব এগেয় যায়। যুব সংঘের খেলোয়ার উবাইয়াক মাঠে দাড়াতেই দেয় নাই আক্রমন আক্রমন আর গোল আর গোল। আবারও ৫৭ মিনিটের মাথায় যুব সংঘের বাবলুর মৌসূমের দ্বিতয় হ্যাট্রিক ও নিজের ডাবল হেট্রিক করায় গৌরব অর্জন করলেন যুব সংঘের বাবুল করেন (৮-০)। খেলার শেষ মূর্হতে দলের সায়াম আরও একটি গোল করে দলের এবং মৌসূমের সর্বচো গোলে উবাইয়াকে পরাজিত করে। ফলে যুব সংঘের ক্লাব পূর্ণ পয়েন্ট অর্জন করেন।
আগামী ১২ আগষ্ট রোববার বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের আয়োজিত এক্সিট ফুটবল লীগে-২০১৮ শেষ খেলা।
যুব সংঘ ক্লাব-বাবলু, সাবলু, শোহেল,আশরাফ, সাঈদ, খালেদ, মুন্না, জাহিদ, মুরাদ, ওলা, রাহাত, সজল, সাব্বির, সায়াম, রুমী ও আফজাল। ম্যানাজার-সেলিম ও কোচ বাবলু।
উবাইয়া ক্লাব-উজ্জল, শাকিল, জনি, জহির, সিপলু, মাসুদুর, অপু, তারেক, শোহেল, জামি, সায়িফ, আবিদ, কয়েস ও সামি। ম্যানাজার-সুফি ও কোচ-শোহেল।
রেফারী-হ্যাকটর, লাইন্স মান-জর্জ ও ওসকার।
খেলাগুলো চলাকালীন সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রশিদ রানা, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ এনায়েত আলী, ইয়াকুত রহমান, মীর জাকির ,প্রমুখ উপস্থিত ছিলেন।
এক্সিট ফুটবল লীগের পরবর্তী খেলা আগামী ১২ আগষ্ট রোববার বিকেল সাড়ে তিনটায় একই মাঠে তিনটি খেলা অনুষ্ঠিত হবে। ১ম খেলা সোনার বাংলা বনাম যুব সংঘ,২য় খেলা উবাইয়া বনাম ব্রাদার্স এলিয়ান্স , ৩য় ও শেষ খেলা ব্রোন্স ইউনাইটেড বনাম আইসাব ।
এবারের লীগ ও টুর্নামেন্টের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে ‘এক্সিট কার এন্ড লিমোজিন সার্ভিসেস’। লীগে ৬টি দল অংশ নিচ্ছে। লীগের খেলা শেষে শীর্ষ চার দলের (সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী) সমন্বয়ে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে।