বিমান বাহিনীর প্রাক্তণ সদস্য ও পরিবারবর্গের বর্ণাঢ্য সফল পুনর্মিলনী
বাংলাদেশ বিমান বাহিনীর প্রাক্তণ সদস্য ও পরিবারবর্গের বার্ষিক পুনর্মিলনী ২০১৮ অত্যন্ত বর্ণাঢ্যভাবে গত ৩ আগস্ট, শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের পালকি পার্টি হলে অনুষ্ঠিত হয়। বিএএফ কর্পোরেশন ইউএসএ ইন্ক-এর আয়োজনে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান আজাদ জগলু এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: আলমগীর সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইং কমান্ডার (অব:) মুক্তিযোদ্ধা একেএম কামাল উদ্দিন এবং উইং কমান্ডার (অব:) মো: ফজলুল হক। পৃষ্ঠপোষকতায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এজেএম বাবুল এবং সংগঠনের প্রধান সমন্বয়কারী ও তরুণ ব্যবসায়ী শাহজাদা ইলিয়াস।
অনুষ্ঠানে সকল অতিথিকে মঞ্চে আহ্বান করেন সাধারণ সম্পাদক মো: আলমগীর সরকার। মঞ্চে একে একে আসন গ্রহণ করেন সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান আজাদ জগলু, উইং কমান্ডার (অব:) ও মুক্তিযোদ্ধা এ.কে.এম. কামাল উদ্দিন, উইং কমান্ডার (অব:) মো: ফজলুল হক, সংগঠনের প্রধান উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান সাঈদ, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, সংগঠনের সহ-সভাপতি মো: জাকির হোসেন মিয়া, সংগঠনের সহ-সভাপতি এজেএম বাবুল, সংগঠনের প্রধান সমন্বয়কারী শাহজাদা ইলিয়াস, সংগঠনের সবচেয়ে বয়োজ্যৈষ্ঠ সদস্য কারিমুল হক, সংগঠনের আরেক প্রবীণ সদস্য জয়নাল আবেদীন, সংগঠনের সদস্য ও সাপ্তাহিক জনতার কণ্ঠ পত্রিকার প্রকাশক শামসুল আলম এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো: আলমগীর সরকার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-সভাপতি এজেএম বাবুলের কন্যা নীলা জেরিন। এরপরই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় সকলে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা একেএম কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান সাঈদ ও মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানকে ফুল দিয়ে বরণ করে নেন বিমান বাহিনীর প্রাক্তণ সদস্যদের সন্তানেরা।
আলোচনা পর্বের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো: জাকির হোসেন মিয়া। এরপরই সম্পূর্ণ ব্যতিক্রমধর্মীভাবে সংক্ষিপ্ত মতামত শুভেচ্ছা জানানোর জন্য পার্টি হলে উপস্থিত সমস্ত প্রাক্তণ সদস্য ও পরিবারবর্গকে আমন্ত্রণ জানানো হয়। এ পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো: মোস্তফা আহমেদ, নাজিম উদ্দিন আহমেদ, বখতিয়ার উদ্দিন, দেলোয়ার হোসেন, শাহ মাজহারুল হক, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন হাওলাদার, মো: আবুল কাশেম, মো: সিরাজুল ইসলাম, তবারুক উল্লাহ ভূঁইয়া, রফিক আহমেদ, শামসুল হক, মো: আকরামুজ্জামান, মো: সাজদার রহমান, মো: শাহীন সারোয়ার, মো: আমীর হোসেন মিন্টু, মাহবুব আলম মজুমদার, নজরুল ইসলাম, শাহীন, মো: তাজুল ইসলাম, এসএম ওয়াহিদুজ্জামান, মো: রহমান (জামাল), নৌবাহিনীর কর্মকর্তা (অব:) সৈয়দ জহিরুল ইসলাম এবং এয়ার ভাইস মার্শাল মো: নাঈম হাসানের (সিভিল এভিয়েশনের চেয়ারম্যান) বড় ভাই মো: নাসিম হাসান।
প্রবাসে বসবাসরত সদ্য প্রয়াত সদস্য আ: বাতেন সহ বিমান বাহিনীর সকল কর্মরত ও প্রাক্তণ সদস্য যারা মৃত্যুবরণ করেছেন এবং মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের পাশাপাশি তাদের রূহের মাগফেরাত কামনা করে সূরা পাঠ করে দোয়া করা হয়।
সাধারণ সম্পাদক মো: আলমগীর সরকার মঞ্চে উপবিষ্ট সকলকে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করার আহ্বান করেন। বক্তব্য রাখেন একেএম কামাল উদ্দিন, মো: ফজলুল হক, এজেএম বাবুল, সাজেদুর রহমান সাঈদ, আব্দুল আজিজ খান, মো: জাকির হোসেন মিয়া, কারিমুল হক, জয়নাল আবেদীন, শাহজাদা ইলিয়াস ও শামসুল আলম।
বক্তারা এরকম একটি চমৎকার ও ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাদের ও আয়োজকদের ধন্যবাদ জানান। বক্তব্য প্রদানকালে বক্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা সকলে তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিএএফ কর্পোরেশন ইউএসএ ইন্ক ২০০৭ সাল থেকেই পুনর্মিলনী, ঈদ পুনর্মিলনী, মতবিনিময়, বিমান বাহিনী দিবস, সশস্ত্র বাহিনী দিবস, বনভোজন, সাংস্কৃতিক সন্ধ্যা সহ প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে।
বক্তারা আরো বলেন, বিমান বাহিনীকে ভালবেসেই মনের টানে সকলে অনুষ্ঠানে আসেন। সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান আজাদ (জগলু) সুদীর্ঘ সময়ব্যাপী সংগঠনের গুরুদায়িত্ব পালনে তাকে সকলের আন্তরিক সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করে সকলের সুস্বাস্থ্য এবং সকলের সন্তানদের সমৃদ্ধি কামনা করে আলোচনা পর্বের সমাপ্তি ঘোষণা করেন।
এরপরই শুরু হয় অনুষ্ঠানের ব্যতিক্রমধর্মী পর্ব র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান। সাংস্কৃতিক পর্বের শুরুতেই প্রাক্তণ সদস্য ও পরিবারবর্গের সন্তানদের (নতুন প্রজন্মের) সকলকে মঞ্চে আহ্বান করেন সাধারণ সম্পাদক মো: আলমগীর সরকার। সকলে মঞ্চে আসার পর সকলের হাতে একটি করে আকর্ষণীয় গিফট বক্স তুলে দেন অতিথি ও কর্মকর্তারা।
সাংস্কৃতিক পর্বে প্রথমেই সঙ্গীত পরিবেশন করেন নৌবাহিনীর কর্মকর্তা (অব:) সৈয়দ জহিরুল ইসলাম। তিনি পরপর কয়েকটি গান পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রোকসানা মির্জা। তিনি একটানা বেশ কয়েকটি বিভিন্ন ধরনের গান পরিবেশন করে দর্শক মাতিয়ে তোলেন। বিভিন্ন গানের সাথে সাথে সদস্য-কর্মকর্তা-পরিবারবর্গ, ছেলে-বুড়ো সবাই হেলে-দুলে চমৎকার নৃত্য পরিবেশন করে হলরুম মাতিয়ে তোলে। সকলেই বেশ মজা করে উপভোগ করেন সাংস্কৃতিক সন্ধ্যা।
সাধারণ সম্পাদক মো: আলমগীর সরকার সাংস্কৃতিক পর্ব পরিচালনার জন্য মো: শাহীন সারোয়ার ও সাজদার রহমানের হাতে মাইক্রোফোন তুলে দেন এবং সকলকে নৈশভোজ গ্রহণের আমন্ত্রণ জানান। গানের সাথে সাথে চলে র্যাফেল ড্র’র টিকেট বিক্রি। সভাপতি আক্তারুজ্জামান আজাদ, প্রধান উপদেষ্টা সাজেদুর রহমান সাঈদ, সহ-সভাপতি এজেএম বাবুল, প্রধান সমন্বয়কারী শাহজাদা ইলিয়াস ও সাধারণ সম্পাদক মো: আলমগীর সরকার র্যাফেল ড্র’র টিকেট বিক্রি করেন ও এ পর্ব পরিচালনা করেন। র্যাফেল ড্র’র ১ম পুরস্কার স্বর্ণের গহনা বিজয়ী হন মো: সিরাজুল ইসলামের সহধর্মিনী মিসেস সিরাজ, ২য় পুরস্কার ৪৯ ইঞ্চি ৪ক স্মার্ট টিভি বিজয়ী হন শাহ মাজহারুল হকের পরিবার। ৩য় পুরস্কার ট্যাবলেট বিজয়ী হন মো: রহমান (জামাল)-এর সহধর্মিনী, ৪র্থ পুরস্কার স্মার্টফোন বিজয়ী হন শাহজাদা ইলিয়াসের পরিবার ও ৫ম পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন বিজয়ী হন মো: তাজুল ইসলাম।
অনুষ্ঠানে ভিডিও ও ফটোগ্রাফিতে সহযোগিতা করেন মো: আলমগীর সরকারের কন্যা রুবাইয়াত তাবাসসুম আলম এবং ছেলে সিয়াম আলম সরকার।র্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন একেএম কামাল উদ্দিন, মো: ফজলুল হক, আক্তারুজ্জামান আজাদ, এজেএম বাবুল, শাহজাদা ইলিয়াস, সরকার আলমগীর, আব্দুল আজিজ খান, সাজেদুর রহমান সাঈদ, কারিমুল হক, জয়নাল আবেদীন, জাকির হোসেন মিয়া, মো: মোস্তফা আহমেদ, নাজিম উদ্দিন আহমেদ, শাহ মাজহারুল হক, মো: আবুল কাশেম, মো: সিরাজুল ইসলাম, শামসুল আলম, বখতিয়ার উদ্দিন, দেলোয়ার হোসেন, তবারুক উল্লাহ ভূঁইয়া, শামসুল হক, মো: আকরামুজ্জামান, মো: সাজদার রহমান, মো: শাহীন সারোয়ার, মো: আমীর হোসেন মিন্টু, মাহবুব আলম মজুমদার, নজরুল ইসলাম, শাহীন, মো: তাজুল ইসলাম, এসএম ওয়াহিদুজ্জামান, মো: রহমান (জামাল), সৈয়দ জহিরুল ইসলাম এবং মো: নাসিম হাসান প্রমুখ। সবশেষে মধ্যরাতের পর প্রায় ১টায় অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান আজাদ।