নিরাপদ সড়ক দাবিতে একাত্ম সোহেল তাজ
নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন তানজিম আহমেদ সোহেল তাজ। সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, নিরাপদের সড়কের প্রয়োজনে তিনি সরকারকে সহায়তা করতে প্রস্তুত। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সোহেল তাজ তার এ অবস্থান প্রকাশ করেন। এর আগে বুধবার রাতেও একটি পোস্ট দেন মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র।
আজ বৃহস্পতিবারের পোস্টে সোহেল তাজ বলেন, আমি আমার শিক্ষার্থী ভাই-বোন, অভিভাবক এবং সকল সাধারণ মানুষের নিরাপদ সড়কের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি ও সমর্থন জানাচ্ছি। নিরাপদ সড়ক এবং সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে আমি অনেক আগে থেকেই বলে আসছি এবং এই বিষয় নিয়ে আমি বেশ কিছু উদ্যোগও নিয়েছিলাম। প্রয়োজনে আমি সরকারকে এর সমাধানে সহায়তা করতে প্রস্তুত।
সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর ২০১০ সালে একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারের লিংক প্রকাশ করে আরও লেখেন, ২০১০ সালে আমি বলেছিলাম: সড়ক দুর্ঘটনা বাংলাদেশের জন্য একটি নীরব সুনামি। এর আগে বুধবারের পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সোহেল তাজ। সেই পোস্টে তিনটি ছবি প্রকাশ করে সোহেল তাজ আক্ষেপ করে প্রশ্ন ছোড়েন, এগুলো কী হচ্ছে?
প্রকাশিত তিন ছবির একটিতে দেখা যায়, কয়েকজন স্কুলছাত্রীকে লাঠি হাতে ধাওয়া করছেন এক পুলিশ কর্মকর্তা। আরেকটিতে দেখা যায়, এক স্কুলছাত্রের কলার চেপে ধরে তাকে শাসাচ্ছেন আরেকজন পুলিশ কর্মকর্তা। তৃতীয় ছবিটিতে দেখা যায়, এক শিশুর গলা চেপে ধরেছেন আইন-শৃঙ্খলায় নিয়োজিত পুলিশের আরেকজন কর্মকর্তা। গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া দুই বাসের চাপায় নিহত হন একটি কলেজের দুই শিক্ষার্থী। আহত হন আরও কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে তখন থেকেই ঢাকার রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।