নিউইয়র্কে প্রোঃ ভিসি প্রফেসর ডাঃ শহীদুল্লাহ সিকদারের সংবর্ধনা অনুষ্ঠিত

437

নিউইয়র্ক থেকে: গত ২৬ জুলাই রাত ৮টায় নিউইয়র্কের কুইন্স ব্যুরোর জ্যাকসন হাইটস্থ নিউ মেজবান রেষ্টুরেন্টে নিউইয়র্কের কাপাসিয়া বাসী কাপাসিয়ার কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (ইঝগগট) প্রোঃ ভিসি প্রফেসর ডাঃ শহীদুল্লাহ সিকদারের ফুলেল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা মলিন চন্দ্র সাহার সভাপতিত্বে কাপাসিয়া থানা এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক এর নতুন কার্যকরী কমিটি সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি প্রফেসর ডাঃ শহীদুল্লাহ সিকদার নিউইয়র্কে বসবাসরত সকল কাপাসিয়া বাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাপাসিয়ার উন্নয়নে সকলের সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ তমিজ উদ্দিন আহম্মেদ, বিশিষ্ট কমিউনিটি নিউইয়র্কের ব্রঙ্কস কাউন্টি বোর্ড মেম্বার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহজাহান শেখ, সংগঠনের উপদেষ্টা ও প্রধান অতিথির বাল্যবন্ধু সুবোধ রয়, বর্তমান নতুন কার্যকরী কমিটির সভাপতি ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি রঞ্জন রক্ষিত, প্রধান নির্বাচন কমিশনার আশরাফ হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক আজমুল হুদা, সরকার আঃ মতিন, মোঃ সাইফুল ইসলাম, নাসিমারা মৃধা প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথিকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।

সভা শেষে প্রীতি ও আপ্যায়নের মাধ্যমে সভার সভাপতি মলিন চন্দ্র সাহা প্রধান অতিথির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Leave A Reply

Your email address will not be published.