ইতালির মিলানে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব একটি পুর্ণাঙ্গ ব্যাংক স্থাপনের দাবী

395

কাওছার হাওলাদার : জনতা এক্সচেঞ্জ কোম্পানী এস আর এল এর মিলানোস্থ অফিস হল রুমে সভায় প্রবাসী রেমিটারদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্যাস প্রদান করেন এবং বৈধ চ্যানেলে অর্থ প্রেরণের আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা এক্সচেঞ্জ কোম্পানীর এমডি আলী হোসেন। জনতা এক্সচেঞ্জ এর কার্যক্রম আরো গতীশীল ও গ্রাহকের দ্বার গোড়ায় শেবা পৌছেদেবার লক্ষ্যে চেষ্টা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং অন্যান্নো কম্পানীর চেয়ে রেমিটেন্স প্রেরনে কমিশন কম রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করে বক্তব্য রাখেন সভার সঞ্চালক জনতা এক্সচেঞ্জ কোম্পানী এস আর এল মিলান শাখার ম্যানেজার কাজী মোঃমিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি সফর রত জনতা ব্যাংকের সাবেক জিএম নূর মোহাম্মদ। মিলানে বাঙলাদেশের রাষ্ট্রায়ত্ব একটি পুর্ণাঙ্গ ব্যাংক স্থাপনের দাবী সহ কোম্পানীটির শাখা ইতালির বিভিন্ন শহরে স্থাপনেরও দাবী জানিয়ে রেমিটারদের মধ্যে আলোচনায় অংশনেন মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার,উপদেষ্টা তুহিন মাহমুদ, কমিউনিটি ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন মোল্লা, হাজ্বী শাহালম,সাইদুর রহমান,হারুন হাওলাদার,জামাল আহমেদ সহ আরো অনেকে। এতে অংশ নেয় মিলানস্থ সামাজিক,রাজনৈতিক,সাংবাদিক, সাংস্কৃতিক,ও ইসলামিক সংগঠন সহ বাংলাদেশী প্রবাসীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.