ইতালির মিলানে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট এর নবগঠিত কমিটির অভিষেক

394

কাওছার হাওলাদার।

ইতালি এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হলো বৃহত্তর সিলেট বিভাগের ঐতিহ্য বাহী বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইতালির নবগঠিত কমিটির অভিষেক এবং এওয়ার্ডিং স্রিমনি -২০১৮ এর অনুষ্ঠান। ইতালির মিলানোস্থ ইতালিয় একটি অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলান এর ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এ কে মোঃশামসুল আহসান। কমিউনিটির সকল কাজে সাথে থাকবার আশাবাদ ব্যক্ত করে সভাপতির বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইতালির নব নির্বাচিত সভাপতি জাছিম আহমেদ। অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত দলই–।অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দীন। এবছর এডুকেশন ও সোস্যাল ওয়ার্ক এই ২ টি ক্যাটাগরি মোট ৭টি এওয়ার্ড প্রদান করা হয়।

নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান লন্ডন থেকে আগত বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে সভাপতি দেলওয়ার হোসাইন। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দদের কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন নব নর্বাচিত কমিটির নেত্রীবৃন্দ।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনসাল রফিকুল করিম,বিয়ানীবাজার প্রগতি এডোকেশন ট্রাষ্ট ইউকে সভাপতি কে হাবিবুর রহমান ময়না,বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতি ইউকে সভাপতি জাহাঙ্গির খান সহ বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের শির্ষ স্থানীয় নেত্রী বৃন্দ, লোম্বারদিয়া আওয়ামী লীগ,বিএনপি,মিলান বাঙলা প্রেস ক্লাব, আঞ্চলিক সমিতি সহ কমিউনিটির নেত্রীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর বিভিন্ন সেবা এবং কার্যক্রম তুলে ধরেন এবং সংগঠনটির ট্রাস্টি হয়ে মানবতাঁর সেবায় অংশ নেবার প্রতিও আহবান জানান । সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন মিলান আওয়ামী লীগ,বিএন পি,বৃহত্তর ফরিদপুর, মাদারীপুর,বৃহত্তর ঢাকা,বৃহত্তর সিলেট,বৃহত্তর কুমিল্লা ,নোয়াখালী, সহ সামাজিক,রাজনৈতিক,আঞ্চলিক,সাংস্কৃতিক সহ সাংবাদিকবৃন্দ এবং বাংলাদেশী প্রবাসীরা।

Leave A Reply

Your email address will not be published.