ইউরোপে বাঙলাদেশী কমিউনিটির উন্নয়নে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক মত বিনিময়সভা

383

কাওছার হাওলাদার: মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির আয়োজনে সাংবাদিক শাবান মাহমুদ বিএফইউজে মহাসচিব নির্বাচিত হওয়ায় দোয়া কামনা ও কমিউনিটির উন্নয়নে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে ইতালির মিলানোস্থ তাজমহল রেস্তোরায়।সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা কবির উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যে অপসাংবাদিকতাকে পরিহার করে সুস্থধারার সাংবাদিকতা্র প্রতি গুরুত্বারোপ করেন মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি সংবাদ শ্রমিক রিয়াজুল ইসলাম কাওছার।

প্রেস ক্লাবের বিগতদিনের প্রবাসী বান্ধব বিভিন্ন কর্ম কান্ড ও বর্তমানে প্রবাসীদের ডিজিটাল পাচপোর্ট সমস্যা সমাধানে জোড় ভূমিকা সত্যি প্রসংশার দাবীদার উল্যেখ করে বক্তব্য রাখেন উপদেষ্টা সাংবাদিক তুহিন মাহমুদ। সভার সঞ্চাক উপস্থিত সবাইকে সাংবাদিকতার এই পবিত্রতা রক্ষার জন্য সবার প্রতি আহবান জানান প্রেস ক্লাব সদস্য সাংবাদিক আব্দুল বাসিত দলই।

অন্যান্নের মধ্যে আলোচনায় অংশ নেন সদস্য রুহুল আমিন রাহুল,আহসান হাবিব শিমুল,সহ কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রেস ক্লাবের শুভান্যুধায়ী হাজী শাহালম,মামুন হাওলাদার,হাফছা দিল আফরোজ সহ অনেকে।অনুষ্ঠানে আগামী দিনে প্রেস ক্লাবের করনীয় বিষয় গুলো বির্ধারণ সহ সাংগঠনিক আলোচনা করা হয়।অনুষ্ঠানে প্রেস ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সহযোগীতার জন্য বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলান এবং ইতালি কমিউনিটির সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাংবাদিক নেতারা।এছাড়া অপসাংবাদিকতাকে পরিহার করে সত্য ও সুন্দর আগামীর প্রত্যয়ে পথচলার প্রতিও গুরুত্ব আরোপ করেন নেত্রীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.