এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাত রেখেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিক অস্ট্রেলিয়া। সিডনিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫১ রানে হয় পেয়েছে অজিরা। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি হয়ে গেল তাদের।
রবিবার (২৯ নভেম্বর) সিডনিতে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ৩৮৯ রানের বিশাল রান স্কোর গড়ে অস্ট্রেলিয়া। ভারতের ইনিংস গিয়ে থামে ৩৩৮ রানে।
এই ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলি যতক্ষণ উইকেটে ছিলেন তখনও ভারত এই ম্যাচে আশ্চর্যজনক কিছু করার স্বপ্ন দেখছিল। কিন্তু কোহলি ৮৯ রানে আউট হতেই ভারতের স্বপ্ন ফিকে হয়ে যায়।
মিডলঅর্ডারে কেএল রাহুলের হাফসেঞ্চুরি কেবল হারের ব্যবধান যা একটু কমায়। কিন্তু প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও জেতার মতো কোন পরিস্থিতি তৈরি করতে পারেনি ভারত। প্রথম ম্যাচ হেরেছিল ৬৬ রানে। দ্বিতীয় লড়াইয়ে হারল ৫১ রানে।
অন্যদিকে স্টিভেন স্মিথের ব্যাট এই সিরিজে ভারতের বোলাদের যেন ‘পেয়ে’ বসেছে। খেলতে নামলেই সেঞ্চুরি পাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। প্রথম ম্যাচে করেছিলেন ১০৫ রান। এবার করলেন ১০৪।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩৮৯/৪ (৫০ ওভারে, ওয়ার্নার ৮৩, ফিঞ্চ ৬০, স্মিথ ১০৪, ম্যাক্সওয়েল ৬৩*, পান্ডিয়া ১/২৪)।
ভারত: ৩৩৮/৯ (৫০ ওভারে, কোহলি ৮৯, আইয়ার ৩৮, রাহুল ৭৬, পান্ডিয়া ২৮, জাদেজা ২৪, কামিন্স ৩/৬৭, জামপা ২/৬২, কামিন্স ৩/৬৭)।
ফল: অস্ট্রেলিয়া ৫১ রানে জয়ী।
ম্যাচ সেরা: স্টিভেন স্মিথ।