এটিপি ফাইনালসের ফাইনালে রাতে মুখোমুখি হবে মেদভেদেভ-থিয়েম
স্পোর্টস ডেস্ক: এটিপি ফাইনালসের সেমি ফাইনালে রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট ছিনিয়ে নিয়েছেন দানিল মেদভেদেভ ও ডোমিনিক থিয়েম।
ফাইনালে নাম লেখার আগে বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় রাফায়েল নাদালকে ৩-৬, ৭-৬ (৭-৪) ও ৬-৩ গেমে হারিয়েছেন রুশ তারকা মেদভেদেভ।
তার আগের সেমি ফাইনালে অস্ট্রিয়ার থিয়েম ৭-৫, ৬-৭ (১০-১২), ৭-৬ (৭-৫) গেমে ধরাশায়ী করেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সার্বিয়ান মেগাস্টার জোকোভিচকে।
প্রসঙ্গত, আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় শুরু হবে এটিপি ফাইনালসের ফাইনাল ম্যাচটি।