অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন সাব্বির

305

স্পোর্টস ডেস্ক : অনেকের মতে বাংলাদেশের ক্রিকেটের ব্যাড বয় নাকি সাব্বির রহমান। দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেছে জাতীয় দলে অভিষেকের। ক্যারিয়ারে বেশিরভাগ সময়েই জড়িয়েছেন বিতর্কে। এরপরও তার ব্যাট যেদিন জ্বলে উঠেছে সেদিন নিজেকে চিনিয়েছেন নতুন করে। তবে সেসব বিতর্ক-ভুল পেছনে ফেলে সময়ের সঙ্গে নিজেকে বুঝতে শিখেছেন এই হার্ড-হিটার। ‘আমি এখনও তরুণ তবে পরিণত। শেষ ৩-৪ বছর যেটা ছিল না, এখন হয়তো সেটা বুঝতে পারছি। যথেষ্ট পরিণত মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে কিছুটা শান্তশিষ্ট। যথেষ্ট পরিণত হিসেবে কাজ করা উচিত। সবকিছু মিলে ভালোমতো খেলার চেষ্টা করব।’

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার হয়ে খেলবেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। টুর্নামেন্ট শুরুর আগে সাব্বির জানিয়েছেন, জাতীয় দলের বাইরে যারা তাদের জন্য বড় সুযোগ এই টুর্নামেন্ট।

‘এই টুর্নামেন্টটির জন্য সব প্লেয়ারই অপেক্ষা করছিল এবং যারা যারা বিপিএল বা প্রিমিয়ার লিগ খেলি এরকম প্লেয়ারদের জন্য এরকম একটি টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ সবার জন্য। একই সময় যারা ন্যাশনাল টিমে নাই তাদের জন্য কামব্যাক করার এটি একটি সুযোগ।’ লক-ডাউনের সময়টায় রাজশাহীতে ছিলেন সাব্বির। সেখানে কঠিন পরিশ্রম করেছেন নিজেকে তৈরি রাখার জন্য।

‘পরিশ্রমের কোনো বিকল্প নেই আর সারাদিন ব্যাটিং করেও যে আমি রান করতে পারব তারও কোন গ্যারান্টি নেই। চেষ্টা করেছি রাজশাহীতে ২০ দিন বা ২৫ দিন ছিলাম ভালো অনুশীলন করেছি, সেন্টার উইকেটে ব্যাটিং করেছি। যেটা আমার দরকার সেটা করার চেষ্টা করেছি। এই টুর্নামেন্টটাকে ঘিরেই প্রাকটিস করেছি ইনশাআল্লাহ ভালো করার জন্যই প্রাকটিস করেছি।’

দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাট করার জন্য প্রস্তুত বলেও জানালেন এই ব্যাটসম্যান। ‘দলের প্রয়োজনে আমি দরকার হলে ওপেনিংও করতে পারব। ওয়ান ডাউন কিংবা ছয়ে-সাতে যেখানে প্রয়োজন সেখানে ব্যাটিং করতে রাজি আমি।’

Leave A Reply

Your email address will not be published.