নিম্নমানের স্যানিটাইজার উৎপাদন, এসিআইকে ১৭ লাখ টাকা জরিমানা
ঢাকা: মেয়াদ উত্তীর্ণ চা পাতা প্যাকেটজাত করার অপরাধে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (এসিআই) একটি ব্র্যান্ডকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
র্যাব জানান, টেটলি এসিআই বাংলাদেশ লিমিটেড নামক ব্র্যান্ডে ওই চা পাতার প্যাকেটে মেয়াদ বাড়িয়ে তা বাজারজাত করা হচ্ছিল। পাশাপাশি নিম্নমানের কেমিক্যাল ব্যবহার করে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করে তা বাজারজাত করায় মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে র্যাবের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুনসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।