আমি না থাকলে মেসি কেন, প্রশ্ন ডি মারিয়ার
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের দলে জায়গা না পাওয়ার প্রতিক্রিয়ায় ডি মারিয়া হতাশা-ক্ষোভ ঝেরেছেন। প্রশ্ন তুলেছেন লিওনেল মেসির দলে জায়গা পাওয়া নিয়েও!
গেল চ্যাম্পিয়ন্স লিগেই পিএসজিকে ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন ডি মারিয়া। সেমিফাইনালেও গোল করে-করিয়ে আলো কেড়ে নিয়েছিলেন নেইমার-কিলিয়ান এমবাপেদের ওপর থেকেই। এর এক মাস পরে ঘোষিত আর্জেন্টিনা দলেই নেই তিনি! এতেই ক্ষুব্ধ হয়েছেন আর্জেন্টাইন তারকা।
সম্প্রতি আর্জেন্টাইন এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, আমি বাকরুদ্ধ। আমার বয়স ৩২, অনেকের কাছে এটাই বড় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি তো একই ভাবে পারফরম করে যাচ্ছি! সেটাও প্রতি ম্যাচেই!’
চোট সমস্যা কিংবা ফিটনেসজনিত সমস্যা না থাকার পরও দলে সুযোগ পাননি তিনি। এর কারণ হিসেবে গেলবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্টের মত, ম্যানেজমেন্টের সুনজরে না থাকা। তিনি বলেন, ‘আমি বুঝি না, শারীরিকভাবে ভালো পরিস্থিতিতে থাকার পরও কেন আমি দলের বাইরে? তারা আমাকে চাচ্ছে না, এটাই হয়তো কারণ! তবে আমি আমার জায়গা ফিরে পেতে লড়াইটা চালিয়েই যাব।’
আগামী মাসের শুরুতে ইকুয়েডর আর বলিভিয়ার বিপক্ষে দুটো ম্যাচ দিয়ে ২০২২ বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ডি মারিয়ার চেয়ে বেশি বয়স্ক হলেও দলে আছেন মেসি আর ওটামেন্ডি। বয়সের দিকটা তুলে ধরে তাদের জায়গা নিয়েও প্রশ্ন তুলেছেন পিএসজি তারকা।
ডি মারিয়ার ভাষ্য, ‘৩২ বছরেই বুড়িয়ে গেছি আমি? যদি এটাই কারণ হয় তাহলে সবার ক্ষেত্রেই তো মানা উচিত! মেসির ক্ষেত্রে, ওটামেন্ডির ক্ষেত্রে এবং আরো অনেকে যারা এখনো শীর্ষ পর্যায়ে খেলে যাচ্ছে! যেখানে প্রতি ম্যাচেই আমি দেখাচ্ছি যে, নেইমার এমবাপেদের মানে খেলার যোগ্যতা এখনো আমার আছে!’