অ্যামি কনিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মনোনয়ন দিচ্ছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি প্রয়াত উদারপন্থী বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের শূন্যস্থান পুরণের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি পদে অ্যামি কনি ব্যারেটকে মনোনয়ন দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওয়াশিংটন সময়ে বিকেল ৫টায় প্রেসিডেন্ট ব্যারেটের নাম ট্রাম্প ঘোষণা করতে যাচ্ছেন বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এর ফলে একই মেয়াদে সুপ্রিম কোর্টে তিন বিচারপতির নিয়োগ সম্পন্ন করতে পারবেন ট্রাম্প, যাদের সবাই রিপাবলিকান পার্টির সমর্থক। ডেমোক্রেটরা অবশ্য ট্রাম্পের এই পদক্ষেপের বিরোধিতা জানিয়ে আসছে। তাদের দাবি, ৩৮ দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের পর নতুন প্রেসিডেন্টই এই মনোনয়ন দেওয়ার অধিকার রাখেন।
গিন্সবার্গের শূন্যস্থানে ৪৮ বছরের ব্যারেটের পাশাপাশি আপিল আদালতের আরেক বিচারপতি বারব্রা লাগোয়ার নামও শোনা গিয়েছিল। ট্রাম্প তার মেয়াদের প্রথম দিকে এই দুজনকে ফেডারেল আপিল আদালতে নিয়োগ দিয়েছিলেন। ২০১৮ সালে সুপ্রিম কোর্টে দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি অ্যান্টনি কেনেডির শূন্যস্থানে ব্যারেটকে মনোনয়নের বিষয়টি সামনে এসেছিল। তবে ট্রাম্প ওই সময় ব্যারেটের পরিবর্তে ব্রেট কাভানাগকে নিয়োগ দিয়েছিলেন।