যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়ালো

220

আন্তর্জাতিক ডেস্ক: জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। খবর সিনহুয়ার।

প্রতিবেদন অনুসারে, আমেরিকায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০ লাখ ২৮ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে। আর দেশটিতে মৃত্যুর সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৫৭৯ জনে পৌঁছেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৭ লাখ ৬ হাজার ৭৩১ জন আক্রান্ত হয়েছেন। নিউইয়র্ক রাজ্যে ৪ লাখ ৩৪ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। টেক্সাস এবং ফ্লোরিডায় মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২০ হাজারেরও বেশি।

সিএসএসই’র তথ্য অনুসারে, দেশটির অন্যান্য অঙ্গরাজ্যের মধ্যে জর্জিয়া, ইলিনয়, অ্যারিজোনা এবং নিউ জার্সিতে ১ লাখ ৯০ হাজারেরও বেশি আক্রান্ত রয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে চলমান সেমিস্টার শেষ করতে ক্যাম্পাসে ফিরে আসা শিক্ষার্থীদের মধ্যে সম্ভাব্য করোনা প্রাদুর্ভাব নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আলাবামা বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০০ এরও বেশি শিক্ষার্থীর করোনা ধরা পড়াসহ নতুন করে খোলা ৩০টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ৯ আগস্ট যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়ায়। এরপরে মাত্র ২২ দিনে নতুন করে ১০ লাখ আক্রান্তের খবর এলো।

এখন পর্যন্ত করোনায় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে রয়ে গেছে। যেখানে রয়েছে পৃথিবীর মোট আক্রান্তের প্রায় এক-পঞ্চমাংশেরও বেশি।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ২ কোটি ৫৪ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৮ লাখ ৪৯ হাজরেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সেই সাথে এ পর্যন্ত ১ কোটি ৬৭ লাখের বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন।

Leave A Reply

Your email address will not be published.