১৫ আগস্ট হত্যাকাণ্ড; তদন্ত কমিশন গঠনের দাবি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের
যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে পালিত হয়েছে ‘জাতীয় শোক দিবস’ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। এ সময় ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মদদদাতা ও ষড়যন্ত্রে লিপ্তদের মুখোশ উন্মোচনের জন্যে একটি তদন্ত কমিশন গঠনসহ ৫ দফা দাবি উত্থাপন করা হয়।
আলোচনা সভায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী বলেন, এই ষড়যন্ত্রে আন্তর্জাতিক হাত রয়েছে কিনা তাও পরিপূর্ণ তদন্তের প্রয়োজন আছে।এতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ড. বামন দাশ বসু, সহ-সভাপতি ফাহিম রেজা নূর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দস্তগির জাহাঙ্গীর (ওয়াশিংটন), বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি নজরুল আলম, সহ-সভাপতি শহীদ আলম, সহ-সভাপতি শওকত আলম, সাধারণ সম্পাদক রানা মাহমুদ, সদস্য রানা বড়ুয়া, সদস্য তপন মন্ডল, বঙ্গবন্ধু পরিষদ, আটলান্টা শাখার সভাপতি সাংবাদিক রুমি কবির, সাধারণ সম্পাদক মাহবুব রহমান ভুঁইয়া, বঙ্গবন্ধু পরিষদ, বস্টন শাখার আহ্বায়ক সফেদা বসু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউ ইংল্যান্ড শাখার সভাপতি মাহফুজুর রহমান, মোহাম্মদ হোসেন রানা প্রমুখ।