মার্কিন মুল্লুকে সাড়া জাগিয়েছে ওসমান সিদ্দিকের ‘লিপস অব ফেইথ’

293

যুক্তরাষ্ট্র: বাংলাদেশি আমেরিকান এম ওসমান সিদ্দিকের লেখা ‘লিপস অব ফেইথ’ গ্রন্থটিও মার্কিন মুল্লুকে ব্যাপক সাড়া জাগিয়েছে। স্বপ্ন বাস্তবায়নে অভিবাসীদের সাফল্যের কাহিনী বর্ণনা করা হয়েছে এই গ্রন্থে।

মূলত মেধাবি-উদ্যমী-প্রত্যয়ী ওসমান সিদ্দিকের জীবনী বিবৃত হলেও তার মধ্য দিয়ে আমেরিকার উদারতারও প্রকাশ পেয়েছে। গত জুলাইয়ে বইটি প্রকাশিত হয়।প্রথম প্রজন্মের অভিবাসীরাও বহুজাতিক এ সমাজে উঁচু আসনে অধিষ্ঠিত হতে পারেন ওসমান সিদ্দিক (৭০) সে উদাহরণ হয়ে অনাগত দিনে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণা হয়ে থাকবেন। বিশেষ করে একেবারেই অপরিচিত একটি সমাজেও নিজের আসন প্রোথিত করা সম্ভব প্রচণ্ড আগ্রহ থাকলে-এটিও নতুন প্রজন্মের জন্যে পাথেয় হয়ে থাকবে ‘লিপস অব ফেইথ’ গ্রন্থের মাধ্যমে।

২১৯ পাতার বইটি প্রকাশ করেছে ট্রান্সকন পাবলিশিং। বইটি আমাজনে পাওয়া যায়। মূল্য ইউএস ২৮.৯৫ ডলার এবং কানাডায় ৩২.৯৫ ডলার। 

Leave A Reply

Your email address will not be published.