এখনই অবসর নিচ্ছেন না অ্যান্ডারসন

270

স্পোর্টস ডেস্ক: এই মৌসুম শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কোনও অভিপ্রায় নেই তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী শীতকালীন অ্যাশেজও (২০২১/২২ মৌসুম) খেলতে চান তিনি। এমনটিই জানিয়েছেন ইংল্যান্ডের তারকা বোলার জেমস অ্যান্ডারসন।

ক্রিকেট পাড়ায় বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছে, টেস্ট থেকে অ্যান্ডারসনের অবসর নিয়ে। তবে সেই গুজব উড়িয়ে দিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি বলেন; না, একেবারেই না। আমি এখনও খেলার জন্য ক্ষুধার্ত। একটি ম্যাচের পরেই আমার হতাশা বেড়েছিল, তারপরই এসব নিয়ে গুঞ্জন ওঠেছিল। আমি মনে করি না এসব সুন্দর।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ১৫৪টি টেস্ট, ১৯৪টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৫৯০, ২৬৯ ও ১৮টি উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন।

Leave A Reply

Your email address will not be published.