ইয়েমেনের সানায় হোটেল ধসে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার কাছের একটি হোটেল ধসে পড়লে এতে ৪ জন নিহত এবং আরো তিন জন আহত হয়েছে । মেডিকেল সূত্র ও স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার এ কথা জানায়। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেছেন, সিভিল ডিফেন্স বিভাগের উদ্ধারকারীরা জীবিত লোকদের সন্ধানে ধ্বংসাবশেষের ভেতরে তল্লাশী চালাচ্ছেন।
্একটি চারতলা হোটেল ভবনে এই দুর্ঘটনা ঘটে। ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে বাসিন্দারা জানিয়েছেন, ভবনটি পুরানো ছিল এবং চার দিন ধরে শহরে ভারী বৃষ্টিপাতে ভেজা ছিল এটি।
গণমাধ্যমের খবরে বলা হয়, চিকিৎসকরা এএফপিকে জানিয়েছে, ধ্বংসস্তুপের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সানা ইরান-সমর্থিত হুথি বিদ্রোহিদের নিয়ন্ত্রণে রয়েছে, যারা পাঁচ বছরের যুদ্ধে এই শহর ও উত্তরের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে।