বাইরের হস্তক্ষেপে কাজ করতে পারছে না স্বাস্থ্যখাত- দাবি মন্ত্রী জাহিদ মালেকের
করোনা প্রতিরোধে অন্যায়কারীদের ছাড় নয়; স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ বেশি হওয়ায় স্বাধীনভাবে কাজ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্ম-সম্পাদক চুক্তি শেষে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে যেখানেই অনিয়ম, সেখানেই ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতি দূর করতে শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। এসময় প্রতিবেশি দেশ ভারতের চেয়ে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সফল বলে দাবি করেন মন্ত্রী।