চ্যাম্পিয়নস লিগে অনিশ্চিত এমবাপ্পে

333

স্পোর্টস ডেস্ক: সেঁত-এতিয়েনকে নেইমারের একমাত্র গোলে হারিয়ে রেকর্ড ১৩তম ফ্রেঞ্চ কাপ শিরোপা জয়ের রাতে চোটে পড়েছেন প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।

শুক্রবার (২৪ জুলাই) ফ্রেঞ্চ কাপের ফাইনালের প্রথমার্ধেই মাঠ ছাড়েন ফরাসি ফরোয়ার্ড। পরে তাকে ডাগআউটে আসতে দেখা যায় ক্রাচে ভর দিয়ে। সন্দেহ করা হচ্ছে, বড় ধরনের চোট পেয়েছেন এমবাপ্পে।

যার ফলে গুরুত্বপূর্ণ দু’টি ম্যাচে এমবাপ্পেকে না পাওয়ার সম্ভাবনা বেশি পিএসজি’র। ১৩ আগস্ট ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টমাস টুখেলের শিষ্যরা। সেই ম্যাচ মাঠে নামা সম্ভব নাও হতে পারে এমবাপ্পের।

এছাড়া ০১ আগস্ট লিঁও’র বিপক্ষে লিগ কাপের ফাইনালও অনিশ্চিত এই ফরাসি তারকার।

এমবাপ্পেকে বিপজ্জনক ট্যাকল করেন সেঁত এতিয়েন অধিনায়ক লোইক পেরিন। যন্ত্রণায় গড়াগড়ি খাওয়া ২১ বছর বয়সী ফরোয়ার্ড এরপর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি।

ম্যাচের ৩৩তম মিনিটে এমবাপ্পের পরিবর্তে সারাবিয়াকে মাঠে নামান কোচ টুখেল। সেঁত এতিয়েনও পরিবর্তিত হয় দশ জনের দলে। এমবাপ্পেকে ফাউল করায় ৩১তম মিনিটে পেরিনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তার আগে এই ফাউল নিয়ে দু’দলের খেলোয়াড়রা লেগে যায় হাতাহাতিতে।

তবে ক্রাচে ভর দিয়ে হলেও ক্যারিয়ারের দশম শিরোপাটি উঁচিয়ে ধরেন এমবাপ্পে। অবশ্য ফরাসি ফরোয়ার্ডের চোট কতোটা গুরুতর তা নিয়ে কোনও তথ্য দেয়নি পিএসজি।

Leave A Reply

Your email address will not be published.