‘আমরা হত্যা করতে চাইনি’: হিজবুল্লাহকে জানাল আতঙ্কিত ইসরাইল

291

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার ভয়ে এই সংগঠনের একজন যোদ্ধাকে হত্যার দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
তেল আবিব হিজবুল্লাহকে একটি বার্তা পাঠিয়ে বলেছে, সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে চালানো যে হামলায় ওই যোদ্ধা নিহত হয়েছেন তাকে হত্যা করার উদ্দেশ্যে সে হামলায় চালানো হয়নি।

লেবাননের আল-মায়াদিন টিভি জানিয়েছে, জাতিসংঘের মাধ্যমে পাঠানো চিঠিতে ইসরাইল হিজবুল্লাহকে বলেছে, তেলআবিব ওই এলাকায় হিজবুল্লাহ যোদ্ধার উপস্থিতির কথা জানত না। হিজবুল্লাহ ওই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছে।

হিজবুল্লাহ সম্প্রতি ঘোষণা করে, গত ২০ জুলাই সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি আগ্রাসী হামলায় সংগঠনের যোদ্ধা আলী কামেল মোহসেন শহীদ হয়েছেন। এ খবর ঘোষণা করার পর অধিকৃত ভূখণ্ডে (ইসরাইলে) আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হিজবুল্লাহর সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা প্রতিহত করতে তেলআবিব ব্যাপক প্রস্তুতি নেয়।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চীয় লেবানন সীমান্তবর্তী কয়েকটি শহরের বেশ কিছু সড়ক বন্ধ করে লোকজনের চলাচলের জন্য বিকল্প পথ খুলে দেয়া হয়েছে। ইহুদিবাদী সেনাবাহিনীকেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.