আটলান্টিক সিটিতে ৩১ই জুলাই ঈদুল আযহার আয়োজন

324

আটলান্টিক সিটি: ঈদুল আযহার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি।দীর্ঘ অর্ধ যুগের পরিকল্পনার অংশ হিসাবে নিউজার্সীর আটলান্টিক সিটির ১৬ নর্থ আটলান্টিক সিটিতে স্থাপিত হতে যাচ্ছে সাউথজার্সীতে বসবাসরত মুসলমানদের ধর্মীয় শিক্ষা গ্রহনের উপযুক্ত স্থান ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি।ইতিমধ্যে সিটির অনুমোদনসহ আনুষ্ঠানিক সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে।

পরবর্তী ৬০ দিনের মধ্যে নির্মান কাজ শুরু করা যাবে বলে জানান ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি নির্মানের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ। করোনা ভাইরাসের কারনে মসজিদের ভিতরে অতিরিক্ত মুসল্লীদের ভীড় কমানোর জন্য ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির নেতৃবৃন্দ উমুক্ত স্থানে নামাজের জন্য ইতিমধ্যে সিটির অনুমোদনসহ সকল ব্যবস্থা সম্পূর্ন করেছেন এবং একাজে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি এবং বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ সার্বিকভাবে সহায়তা করে যাচ্ছেন।নিরাপদ দূরত্ব এবং মাস্ক ব্যবহারের ব্যবস্থা রেখে আগামী ৩১ই জুলাই শুক্রবার ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানান কতৃপক্ষ।

Leave A Reply

Your email address will not be published.