প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর ফুটবলার-ভক্তদের প্রশংসায় ক্লপ
স্পোর্টস ডেস্ক: চেলসির বিপক্ষে জয় পেয়েছে বলেই দিনটা আরও স্মরণীয় হয়ে থাকবে লিভারপুলের। না হলে গতকাল বুধবার (২২ জুলাই) শিরোপা উদযাপনের দিনে একটা আক্ষেপ থেকে যেতো। এমনটাই মনে করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
লিভারপুলের বস ক্লপ বলেন, আমাদের জন্য এই দিনটা অবশ্যই বিশেষ একটা দিন। আমাদের এতদিনের অপেক্ষা শেষ হয়েছে। এই দিনটা আরও স্মরণীয় হলো চেলসির বিপক্ষে ৫-৩ গোলে ছেলেরা জয় তুলে নিয়েছে বলে। কিন্তু সেটা না হলে হয়তো একটা আক্ষেপ থেকে যেতো। ছেলেরা তা হতে দেয়নি।
তিনি আরও বলেন, ওরা এতো ভালো খেলেছে যে ওদের নিয়ে যতই গর্ব করিনা কেন তা কম হয়ে যাবে। পুরোটা ম্যাচ আমি উপভোগ করেছি। ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। কারণ, ভালো খারাপ যেকোন সময়ে তারা সবসময় আমাদের পাশে ছিলেন। আমাদের জন্য এই দিনটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।