ট্রাম্পের রিটুইট মুছে দিল টুইটার
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রিটুইট মুছে দিয়েছে টুইটার। কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মুছে দেয় কর্তৃপক্ষ।
নির্বাচনী প্রচারণা বিষয়ক ওই টুইটের ভিডিওতে লিঙ্কিং পার্কের গান থাকায় এমন ব্যবস্থা নিয়েছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইট।
ট্রাম্পের রিটুইট করা ভিডিওটি প্রথমে শেয়ার করেন হোয়াইট হাউজের সোশ্যাল মিডিয়া পরিচালক ড্যান স্কাভিনো।
টুইটার জানিয়েছে, কপিরাইটের স্বত্বাধিকারী বা তাদের অনুমোদিত প্রতিনিধির যৌক্তিক অভিযোগ ছাড়া আমরা কন্টেন্ট সরিয়ে ফেলি না। এ ব্যাপারে হোয়াইট হাউজের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য জানানো হয়নি।
কন্টেন্ট সরিয়ে ফেলার জন্য লিঙ্কিং পার্কের অঙ্গ প্রতিষ্ঠান ম্যাশিন শপ এন্টারটেইনমেন্টের কপিরাইট আইনের নোটিশে এই ভিডিও সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে।
গত মে মাস থেকেই ট্রাম্পের সাথে টুইটারের এমন সাংঘর্ষিক ঘটনা ঘটছে। এ পর্যন্ত কয়েকবার টুইটারের নিয়মাবলী অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমটির পক্ষ থেকে কপিরাইট স্বত্বাধিকার এবং অনলাইন সহিংসতার বিরুদ্ধে ট্রাম্পকে সতর্ক করা হয়।
এর আগে ৩০ জুন টুইটার থেকে ট্রাম্পের নিজের একটি টুইট করা ছবি কপিরাইট স্বত্বাধিকার নিয়মে সরিয়ে দেয় কর্তৃপক্ষ।