কাসেম সোলাইমানি হত্যায় জড়িত গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

214

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার ভোরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে বলে বিচার বিভাগ জানিয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মাহমুদ মুসাভি মাজদ যুক্তরাষ্ট্রের সিআইএ ও ইসায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানানো হয়েছে। এই গুপ্তচরের দেয়া তথ্যের ভিত্তিতেই বাগদাদে এই ড্রোন হামলা হয়।

সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডস এবং কুদস ফোর্সের বিষয়ে সিআইএ ও মোসাদকে তথ্য দিয়েছিলেন মুসাভি। সোমবার তার মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরান।

এর আগে, জুন মাসে সোলাইমানির অবস্থান সম্পর্কে তথ্য দেয়ায় মুসাভিকে মৃত্যুদণ্ড দেন ইরানের একটি আদালত।

গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলাইমানি, ইরাকের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হাশদ আল-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ আরও কয়েকজন।

এ হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক তলানিতে নেমে আসে।

Leave A Reply

Your email address will not be published.