যেভাবে ফেসবুকে ভাইরাল সাহেদের এই ছবি

783

ঢাকা: মহামারী করোনার নমুনা টেস্ট জালিয়াতির অভিযোগে রিজেন্ট হাসপাতালের মালিক প্রতারক সাহেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ( ১৫ জুলাই) তাকে সাতক্ষীরার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর পরেই তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

এর পরপরই প্রতারক সাহেদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, সাহেদের শরীরে বিভিন্ন ধরনের মেডিকেল যন্ত্রপাতির অসংখ্য তার জড়ানো রয়েছে। তবে কি কারণে এবং কোথায় এই ছবি তোলা হয়েছে তা জানা সম্ভব হয়নি।

এদিকে, সাহেদকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব। পরে তাকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, করোনা চিকিৎসার নামে প্রতারণার দায়ে সাহেদকে দশ দিনের রিমান্ডে চাইবে ডিবি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাহেদকে আদালতে তুলে এ রিমান্ডের আবেদন করা হবে বলে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রিজেন্টের প্রতারণার মামলাটি ডিবি তদন্ত করছে।

Leave A Reply

Your email address will not be published.