রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার গভীর শোক প্রকাশ
ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাইয়ের মৃত্যুতে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, আবদুল হাই মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, রেখেছেন অসামান্য অবদান। মহান মুক্তিযুদ্ধে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ থাকবে।
তিনি আরও বলেন,মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে আবদুুল হাই যথেষ্ট দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।একজন আদর্শবান মানুষ হিসেবে প্রয়াত আবদুল হাই শিক্ষাক্ষেত্রে রেখেছেন অসামান্য অবদান।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আবদুল হাই ( ৬৭) বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন।