এবার ইউনিসের ওপর চটেছেন শোয়েব আখতার

294

স্পোর্টস ডেস্ক : বেশ ঝামেলায় আছেন ইউনিস খান। পাকিস্তানের সাবেক এই তারকা ব্যাটসম্যান এখন জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে ইংল্যান্ডে সফর গেছেন। এর মাঝেই তার বিরুদ্ধে গলায় ছুরি ধরার অভিযোগ তুলেছেন জিম্বাবুয়ের সাবেক তারকা গ্রান্ট ফ্লাওয়ার। ইউনিসের কথাবার্তা শোয়েব আখতারেরও পছন্দ হয়নি। ইংলিশ পেসার জোফরা আর্চারকে সমীহ করার কথা বলেছিলেন ইউনিস। তাতে বেজায় চটেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব।

নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই গতিতারকা বলেছেন, ‘ইউনিস খান নাকি বলেছে আর্চারকে সমীহ করে খেলতে হবে। সে খুব ভয়াবহ বোলার, তার বল ব্যাটসম্যানের শরীরে আছড়ে পড়ে। ইউনিস খুব ভালো মানুষ বলে এমন কথা বলেছে। জোফরা আর্চারকে ভয় করার কোনো কারণ নেই। ইউনিস খান বলেছে, আমাদের রক্ষণাত্মক নীতি নিয়ে খেলতে হবে। আমি জানি না ইউনিস খান আসলেই এই কথা বলেছে কিনা। সে যদি বলেও থাকে, তাহলে বলব ইউনিসের এটা বলা উচিত হয়নি।’

খেলোয়াড়ী জীবনে ভয়ংকর বোলার ছিলেন শোয়েব। তার ভীতি জাগানিয়া বাউন্সারে বহু ব্যাটসম্যান আহত হয়েছেন। তাই আর্চারকে তিনি পাত্তা দিতে চান না। তাছাড়া সিরিজের আগমুহূর্তে প্রতিপক্ষকে এভাবে সমীহ করাটাও পছন্দ নয় শোয়েবের। উল্লেখ্য, এর আগেও আর্চারের প্রশংসা করে ইউনিস খান বলেছিলেন, ‘আর্চার কঠিন মানসিকতার ক্রিকেটার। বিশ্বকাপ ফাইনালে তার প্রমাণ পাওয়া গেছে। ওই রকম কঠিন একটা ফাইনালে সে সুপার ওভারে বোলিং করেছিল।’

Leave A Reply

Your email address will not be published.