যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু কমতে শুরু করেছে

298

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আগের তুলনায় কিছুটা কমে এসেছে। তবে খুব বেশি নয়। কমলেও সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে কভিড-১৯ রোগ কেড়ে নিয়েছে আরও ৭৪৯ জনের প্রাণ। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।

জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় রবিবার সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে করোনায় নতুন মৃত্যু হয়েছে ৭৪৯ জনের। তাতে মোট মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৭৯১।

এর আগের দিন ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছিল ৯২২ জনের। হাজারের নিচে মৃত্যু ছিল বৃহস্পতিবারও।

তবে আক্রান্তের সংখ্যা তেমন কমছে। একদিনে আরও প্রায় ১৯ হাজারের বেশি নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাদে মোট আক্রান্ত ১৯ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৮ লাখ ৫০ হাজার। আর মৃত্যু ৪ লাখ ছুঁই ছুঁই করছে। দেশ হিসেবে আক্রান্ত-মৃত্যু উভয় তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র।

আক্রান্তের তালিকায় তাদের পরেই রয়েছে ব্রাজিল, ৬ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। তৃতীয়স্থানে রাশিয়া ৪ লাখ ৫৮ হাজার।

মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য, ৪০ হাজার ৫০০ ছাড়িয়েছে। তৃতীয়স্থানে আছে ব্রাজিল ৩৫ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে।

Leave A Reply

Your email address will not be published.