ট্রাম্পের জনপ্রিয়তায় ব্যাপক ধস

288

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। গবেষণা সংস্থা হিলহ্যারিক্স এর সবশেষ তথ্য অনুযায়ী, গত এক বছরের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে পৌঁছেছে।

২০১৯ সালে যে সংখ্যা ছিল ৫০ শতাংশ। এবার তা এসে দাঁড়িয়েছে ৪৪ শতাংশে। গবেষণায় দেখা গেছে, দেশের ৫৬ শতাংশ মানুষ ট্রাম্পের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। গেল মাসে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পর এ গবেষণা চালানো হয়। বর্ণবৈষম্য ও করনোভাইরাস ইস্যু ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.