ফ্লয়েড এখন উপর থেকে সব দেখছেন, বললেন ট্রাম্প

312

আন্তর্জাতিক ডেস্ক : শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত হওয়া জর্জ ফ্লয়েড এখন ‘উপর থেকে’ সব দেখছেন বলে মন্তব্য করে আবার সমালোচনা উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জর্জ মারা যাওয়ার ১১ দিন পর হোয়াইট হাউজের নিয়মিত সংবাদ সম্মেলনে শুক্রবার ট্রাম্প বলেন, ‘আমরা সবাই দেখেছি গত সপ্তাহে কী হয়েছে। এটা আমরা ঘটতে দিতে পারি না। আশা করি জর্জ উপর থেকে ঠিক এখন দেখছেন এবং বলছেন, আমাদের দেশে ভালো কিছু হচ্ছে।’

ট্রাম্পের এমন মন্তব্যের পর তার বিরোধীরা সমালোচনা করেছেন। সামনের নির্বাচনে তার বিপক্ষে লড়তে যাওয়া জো বাইডেন বলেছেন, ‘এমন কথাবার্তা রীতিমতো অগ্রহণযোগ্য।’

ট্রাম্প শুধু অতটুকু বলেই থামেননি। দিনটিকে ফ্লয়েডের জন্য ‘দারুণ’ বলে অভিহিত করেন।

‘এটি দারুণ দিন। সমতার বিচারে এটি দারুণ।’

ট্রাম্প দারুণ বলতে কী বোঝাতে চেয়েছেন সেটি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, ‘বিষয়টি খুব পরিষ্কার। প্রেসিডেন্ট ন্যায় বিচার এবং সমতার পক্ষে দারুণ বলেছেন।’

জর্জ ফ্লয়েডকে নিয়ে ট্রাম্প মুখে এমন কথা বললেও তার নেয়া পদক্ষেপ বলছে ভিন্ন কথা। জর্জের পরিবারের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়ে কাউকে ‘পাত্তা দেননি’। অথচ তার দাবি, তিনি কথা বলেছেন।

এ বিষয়ে জর্জের ভাই সম্প্রতি বলেন, ‘প্রেসিডেন্ট আমাদের কাউকে কথা বলার সুযোগই দেননি!’

Leave A Reply

Your email address will not be published.