এবার তামিমের লাইভে আসছেন ওয়াসিম আকরাম

305

স্পোর্টস ডেস্ক : একের পর এক চমক দিয়েই চলেছেন তাামিম ইকবাল। করোনায় ক্রিকেট বন্ধ থাকায় পুরোদস্তর উপস্থাপক বনে গেছেন বাংলাদেশ ওয়ানডে দলের সেনাপতি ও ওপেনিং ব্যাটসম্যান। নিজের অনলাইন প্লাটফর্মে একে একে তারকা ক্রিকেটারদের এনে লাইভে আড্ডা দিয়ে জমিয়ে তুলছেন। আগামীকাল তিনি তার শোতে হাজির করবেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরামকে।

শুধু তাই নয়, কালকের আড্ডায় দেশের আরও তিন সাবেক ক্রিকেটার থাকবেন। তারা হলেন- খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদীন নান্নু ও আকরাম খান। আজ কোহলির সঙ্গে লাইভ আড্ডা শেষে তামিম এ ঘোষণা দেন।

তৃতীয় বিদেশি হিসেবে আজ রাতে কোহলি ছিলেন তামিমের অতিথি। এর আগে তামিমের আড্ডায় যোগ দেয়া অপর দুই বিদেশি হলেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস ও ভারতের ওপেনার রোহিত শর্মা। ওয়াসিম আকরাম হবেন চতুর্থ বিদেশি।

গত ২ মে থেকে শুরু হওয়া এ লাইভ সেশন পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আর তামিমও দিচ্ছেন একের পর এক চমক। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি তারকাদের নিয়ে আসায় তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছে। সবাই সঞ্চালক তামিমের প্রশংসায় মেতে ওঠেন। মূলত খেলাধুলা বন্ধ থাকায় তারকারা ভক্তদের সঙ্গে যুক্ত থাকতেই এটা করছেন।

সর্বপ্রথম মুশফিকুর রহীমের সঙ্গে ২ মে এ লাইভ করেছিলেন তামিম। পরদিন ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ দুটি পর্বই হয়েছিল ইন্সটাগ্রামে। পরবর্তীতে দর্শক অনুরোধের মুখে নিজের লাইভ সেশনটি ফেসবুকে নিয়ে আসেন তামিম।

৪ মে ফেসবুক লাইভের প্রথম দিন উপস্থিত ছিলেন মাশরাফি বিন মর্তুজা। পরে দুই পেসার তাসকিন আহমেদ-রুবেল হোসেনকে এনেছিলেন। বাদ যায়নি সাবেকরাও। তিন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনকে একটি পর্বে হাজির করেছিলেন খান সাহেব। আর সর্বশেষ পর্বে মুমিনুল হক, সৌম্য সরকার ও লিটন দাসকে যুক্ত করে চলেছিলো তামিমের আড্ডা।

Leave A Reply

Your email address will not be published.