লকডাউনে বাইরে বের হওয়ায় দম্পতিকে ছুরিকাঘাত

276

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার কারণে সরকারিভাবে নানা রকম বিধি-নিষেধের মধ্যে বাইরে বের হওয়া দম্পতিকে ছুরিকাঘাত করেছেন এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় ওই দম্পতি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মার্কিন নাগরিক কেলভিন এডওয়ার্ড (৩৫) ছুরিকাঘাত করেছেন কেভিন ক্রাফট (৫৫) ও তার স্ত্রী লেনে ক্রাফটকে (৫০)। যুক্তরাষ্ট্রের টেনেসির নাসভিলে এলাকায় গত রবিবার স্থানীয় সময় বিকেলে তাদের ওপর হামলা চালানো হয়।

জানা গেছে, ভুক্তভোগীদের চিনতেন না হামলাকারী। কোনো কিছু না বলেই তাদের ওপর চড়াও হন তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত তাদের ছুরিকাঘাত করেছেন কেলভিন।

পুলিশ আসা দেখে ছুরি ফেলে দিয়ে হাত উপরে তুলে রাখেন এডওয়ার্ড। এই ফাঁকে পুলিশ সদস্যরা গিয়ে ভুক্তভোগীদের ক্ষতস্থানগুলো বাঁধতে শুরু করেন।

পুলিশ জানিয়েছে, লকডাউনের মধ্যে দম্পতিকে বাইরে দেখে রেগে যান এডওয়ার্ড। এরপর তিনি হামলা চালান। যেসব মানুষের ঘর নেই, তাদের ব্যাপারে সরকার কিংবা স্থানীয় দাতব্য সংস্থা কার্যত পদক্ষেপ নেয়নি দেখে এডওয়ার্ড ক্ষিপ্ত বলেও জানিয়েছে পুলিশ।

এর আগেও পুলিশ সদস্যকে হেনস্থা করে কারাভোগ করেছেন অভিযুক্ত ওই ব্যক্তি।

সূত্র : এবিসি নিউজ

Leave A Reply

Your email address will not be published.