আগস্টেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনে প্রস্তুত তুরস্ক

228

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ আগস্টে আয়োজন করতে প্রস্তুত তুরস্ক।

গতকাল বুধবার (৬ মে) স্থগিত হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আগস্টে আয়োজন করতে চেয়ে এক বিবৃতি জারি করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

জানা গেছে, তুরস্কের রাজধানী ইস্তানবুলে চলতি মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারনে গত মাসে লিগের ফাইনাল স্থগিত করে দেয় উয়েফা।

পরিবর্তিত পরিস্থিতিতে আগামী আগস্টে সেই ফাইনাল ম্যাচ আয়োজন করতে প্রস্তুত বলে দাবি করে তুরস্ক ফুটবল ফেডারেশন। তবে উয়েফার পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স লিগ পুনরায় শুরু করা নিয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

এদিকে করোনা পরবর্তী সময়ে দেশে ফুটবল ফেরাতে তুরস্কে আগামী ১২ জুন থেকে পুনরায় চালু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। গতকাল বুধবার (৬ মে) বিবৃতির মাধ্যমে সেই কথা জানান তুরস্ক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নিহাত ওজদেমির।

তিনি জানান, তুরস্কের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ ২৬ জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারা।

নিহাত আরও জানান, পরিবর্তিত পরিস্থিতিতে যে ক্রীড়াসূচি তৈরির কাজ চলছে তাতে সপ্তাহান্তে ৭টি করে ম্যাচ এবং সপ্তাহের সাধারণ দিনগুলিতে ১টি করে ম্যাচ খেলানোর কথা ভাবছে তুরস্ক ফুটবল ফেডারেশন।

Leave A Reply

Your email address will not be published.