এই মুহূর্তে বিশ্বের ‘এক নম্বর’ ব্যাটসম্যান বিরাট কোহলি : ইউসুফ

333

স্পোর্টস ডেস্ক: এই মুহূর্তে বিশ্বের ‘এক নম্বর’ ব্যাটসম্যান বিরাট কোহলি। কোনও রকম দ্বিধা ছাড়াই ভারতীয় অধিনায়ককে বিশ্বের সেরা ব্যাটসম্যানের সার্টিফিকেট দিলেন সাবেক পাক ব্যাটসম্যান মোহাম্মাদ ইউসুফ।

শনিবার (২ মে) টুইটারে এক সেশনে বিরাটকে নিয়ে প্রশ্ন করা হলে কোনও রকম সংকোচ না করেই ইউসুফ জানান, এই মুহূর্তে এক নম্বর। গ্রেট প্লেয়ার।

aqibhussain@aqibhussainn · Replying to @yousaf1788

One word @imVkohliMohammad Yousaf@yousaf1788

No 1 at the moment.great player1,922Twitter Ads info and privacy310 people are talking about this

একই সঙ্গে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ও জ্যাক ক্যালিসের মধ্যে প্রিয় ক্রিকেটারকে বেছে নিতে বলা হলে মাস্টার ব্লাস্টারকেই বেছে নেন তিনি।

পাকিস্তানের হয়ে ৯০টি টেস্ট ও ২৮৮টি একদিনের আন্তর্জাতিক খেলা সাবেক ক্রিকেটার ইউসুফ জানান, শচীন এক নম্বর পছন্দ তার। এরপর লারা, পন্টিং, সাঙ্গাকারা ও ক্যালিস।

অন্যদিকে বর্তমান সেরা অধিনায়ক হিসেবে কেন উইলিয়ামসনকে বেছে নেন সাবেক এই পাক ব্রিগেড। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ক্রিকেট মাঠে আগ্রাসী দৃষ্টান্ত স্থাপন করলেও, নেতৃত্বে মোহাম্মাদ ইউসুফের পছন্দ কিউই অধিনায়কই।

Leave A Reply

Your email address will not be published.