যুক্তরাষ্ট্রে ১ লাখ মানুষের মৃত্যুর হুঁশিয়ারি ট্রাম্পের

296

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। প্রতিদিনই হু ‍হু বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, করোনায় ১ লাখের মত মানুষের প্রাণহানি হবে যুক্তরাষ্ট্রে।

রোববার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমরা ৭৫ বা ৮০ হাজার থেকে ১ লাখ মানুষকে হারাব। এইটা খুবই ভীতিকর পরিস্থিতি। তিনি বলেন তার প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা না নিলে মৃতের সংখ্যায় আরো ধস নেমে আসবে। এসময় করোনার উৎপত্তি নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প জোর দিয়ে বলেন উহানের ল্যাবেই করোনার উৎপত্তি হয়েছে। ট্রাম্প বলেন আমি মনে করি তারা ভয়াবহ ভুল করেছে এবং তারা স্বীকারও করতে চায় না। এর একমাস আগে করোনা পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎবাণী করে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে ৬০ থেকে ৭০ হাজার মানুষের মৃত্যু হবে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনায় মারা গেছে ৬৮ হাজার ৬০২ জন। আক্রান্ত হয়েছে ১১ লাখ ৮৮ হাজার ৪২১ জন মানুষ।

Leave A Reply

Your email address will not be published.