গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৫৪৯ জন, মোট ৬৪৬২
ঢাকা: গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৫৪৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হলো ৬৪৬২ জন।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৫৫ জন। গত ২৪ ঘন্টায় যে তিন জন মারা গেছেন তারা সবাই ঢাকার বাসিন্দা। তাদের বয়স ৬০ এর অধিক।
ডা. নাসিমা সুলতানা আরও বলেন, গত ২৪ ঘন্টায় ৪৩৩২ টি নমুনা পরীক্ষা করে ৫৪৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হলেন ৬৪৬২জন।
গত ২৪ ঘন্টায় আরও আটজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে ১৩৯ জন করোনা রোগী সুস্থ হলেন।