নির্বাচন পেছানোর কথা একেবারেই ভাবেননি ট্রাম্প

226

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব করবেন-তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের এমন অভিযোগ তিনি সোমবার নাকচ করে দিয়েছেন। খবর এএফপি’র।

হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের তারিখ পরিবর্তনের কথা আমি কখনো চিন্তাই করিনি, কেন আমি এটা করতে যাবো?’

তিনি বলেন, ‘আমি এ নির্বাচনের অপেক্ষায় রয়েছি। এটা কেবলমাত্র আমার বিরুদ্ধে অপপ্রচার। বাইডেনের হয়ে কাজ করা কিছু মানুষ এ অপপ্রচার চালাচ্ছেন।’

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এ নির্বাচনের তারিখ প্রেসিডেন্ট এককভাবে পরিবর্তন করতে পারেন না। আগামী নভেম্বরের ৩ তারিখে এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এক অনলাইন ফান্ডরাইজারের সঙ্গে গত সপ্তাহে আলাপকালে জো বাইডেন বলেন, এ ব্যাপারে ‘আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, কেন নির্বাচন করা যাবে না সে ব্যাপারে কিছু যুক্তি তুলে ধরে তিনি (ট্রাম্প) যেকোনোভাবেই এ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চালাবেন বলে আমি মনে করছি।’

Leave A Reply

Your email address will not be published.