গত ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিল আরও ৩ প্রাণ, মোট ১৫৫

219

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৫৫ জন।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘন্টায় যে তিন জন মারা গেছেন তারা সবাই ঢাকার বাসিন্দা। তাদের বয়স ৬০ এর অধিক।

তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় ৪৩৩২ টি নমুনা পরীক্ষা করে ৫৪৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হলেন ৬৪৬২জন।

গত ২৪ ঘন্টায় আরও আটজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে ১৩৯ জন করোনা রোগী সুস্থ হলেন।

Leave A Reply

Your email address will not be published.