করোনার সঙ্গে ৫জির কোনো সম্পর্ক আছে?
আর্ন্তজাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন, ৫জি প্রযুক্তির কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, এই দাবি একেবারেই ভিত্তিহীন।
আনাদলু নিউজ অ্যাজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ ডেনিজ উনাই বলেন, তথ্য দূষণের ফলে সারাবিশ্বে করোনাভাইরাসের বিষয়টি দ্রুত জানাজানি হয়েছে।
তিনি আরো বলেন, একদিকে সারাবিশ্বের বিজ্ঞানিরা চেষ্টা করছেন করোনাভাইরাস মোকাবেলা করতে, অন্যদিকে এ সংক্রান্ত ভিত্তিহীন কিছু বিষয়ও মোকাবেলা করতে হচ্ছে। বিশেষ করে ভিত্তিহীন সেসব বিষয় ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ভিত্তিহীন অনেক বিষয়ের মধ্যে ৫জি প্রযুক্তির ফলে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ‘খবর’টিও গুজব। ৫জি প্রযুক্তির ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো কোনো তথ্য এখন পর্যন্ত কেউ জানাতে পারেননি।
ডেনিজ উনাই আরো বলেন, ৫জি প্রযুক্তির ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সংক্রান্ত কোনো গবেষণা এখন পর্যন্ত হয়নি। শরীরের ওপর কোনো ধরনের ক্ষতিকর প্রভাব নেই ৫জির। সে কারণে করোনাভাইরাস তো বটেই, অন্য কোনো রোগ ছড়ানোর পেছনেও ৫জির হাত নেই।
সূত্র : আনাদলু নিউজ অ্যাজেন্সি