দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২৭ , গত ২৪ ঘন্টায় ৭ জন
ঢাকা: গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে।
বুহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৪১৪জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হলো ৪১৮৬জন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮ জন।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫জন পুরুষ এবং ২ জন নারী। গত ২৪ ঘন্টায় যে ৭ জন মারা গেছেন তারা সবাই ঢাকার বাসিন্দা।