গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৪১৪ জন, মোট ৪১৮৬
ঢাকা: গত ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৪১৪জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হলো ৪১৮৬জন।
বুহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮ জন।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুইজন নারী। গত ২৪ ঘন্টায় যে ৭ জন মারা গেছেন তারা সবাই ঢাকার বাসিন্দা।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৩৪১৬টি নমুনা পরীক্ষা করে ৪১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এ নিয়ে ২৫ হাজার ৯০টি নমুনা পরীক্ষা করে ৪১৮৬ জনের শরীরে ভাইরাসটি পাওয়া যায়।