আইইডিসিআরের ছয়জন করোনায় আক্রান্ত
ঢাকা: সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ছয় জন স্টাফ ও তাদের সংস্পর্শে আসা আরও দুইজনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তরা মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আইইডিসিআরের টেকনোলজিস্ট, পচ্ছিন্নতাকর্মীসহ ছয়জন করোনায় আক্রান্ত হন। তাদের থেকে আক্রান্ত হন তাদের সংস্পর্শে আসা পরিবারের আরো দুইজন সদস্য।
আইইডিসিআরের টেকনোলজিস্টসহ ছয়জনের করোনা পজিটিভ আসার পর এই প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ সকল কর্মকর্তা এখন কোয়ারেন্টাইনে আছেন।
আইইডিসিআরের কর্মকর্তারা আইইডিসিআর ভবনের বাইরে থেকে আলাদা একটি ভবনে কোয়ারেন্টাইনে আছেন এবং সেখান থেকে তারা নিয়মিত অফিসের কাজ করছেন।