প্রয়োজনে বন্ধ করা হবে আন্তঃজেলা বাস চলাচল: ওবায়দুল কাদের
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের কারণে পরিস্থিতি বুঝে শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।
বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সবার আগে মানুষকে বাঁচাতে হবে। সেজন্য যা যা করণীয় তাই করা হবে। আমেরিকার মতো শক্তিশালী দেশের বিভিন্ন এয়ারপোর্টে স্ক্রিনিংয়ের সময় বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। আমাদের তো অভিজ্ঞাতা নেই। তবুও ভুল থেকে শিক্ষা নিচ্ছি।
সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাস আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এ ধরনের সমস্যা ফেস করার মতো অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। এটিকে কাজে লাগিয়ে আমরা করোনা মোকাবিলা করছি।