চিকিৎসা সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে চীন
ঢাকা: করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে বিপুল সংখ্যক টেস্ট কিটসহ জরুরি চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। এ বিষয়ে ঢাকার চীন দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দূতাবাস। বুধবার ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।
চীনা দূতাবাস জানায়, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে বিপুল সংখ্যক টেস্ট কিটসহ জরুরি চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চীনের ঢাকার দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও এ তথ্য জানানো হয়েছে।চীন দূতাবাস জানায়, বাংলাদেশি নাগরিকদের জন্য করোনা মহামারিরোধে চীন বরাবরই বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার ছিল, আগামীতে থাকবে। উল্লেখ্য, ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন।