বহুল আলোচিত আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান
ঢাকা: রাজধানীর গুলশানে আলোচিত চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় চলমান অভিযানের অংশ হিসেবে মা*দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালাচ্ছে।
রবিবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এর ৫৭ নম্বর সড়কের ১১/এ বাড়িতে এ অভিযান শুরু হয়।
মা*দক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর সাড়ে ৪টার দিকে গুলশানের ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বাসার ছাদে একটি মিনি বারের সন্ধান পাওয়া গেছে। পাওয়া গেছে ক্যাসিনোর সরঞ্জামাদিও।
তবে আজিজ মোহাম্মদ ভাই বাসায় নেই বলে জানিয়েছেন খোরশেদ আলম।
এছাড়া, বিপুল মদের বোতল ও সীসার উপকরণ পাওয়া গেছে।