‘বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনাকারীদের শনাক্তে কমিশন করতে হবে’
ঢাকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ঘটনায় খুনিদের বিচার হলেও মূল পরিকল্পনাকারীদের এখনো চিহ্নিত করা হয়নি। বিশেষ কমিশন গঠন করে তাদের চিহ্নিত করা এখন গণদাবি হয়ে উঠেছে।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর শাহাদাত্বার্ষিকী উপলক্ষে সেক্টর কমান্ডারস্ ফোরাম আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ফোরামের সভাপতি মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তম এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর দাফনে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা নুরুল আলম, ফোরামের মহাসচিব হারুন হাবীব, সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ার উল আলম, সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুল মাবুদ প্রমুখ।
সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলম বঙ্গবন্ধুর মরদেহ টুঙ্গিপাড়ায় দাফনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘সারা দেশে একটা থমথমে অবস্থা ছিল। এর মধ্যে হেলিকপ্টারে বঙ্গবন্ধুর লাশ দাফনের জন্য যারা গিয়েছিল, তারা প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। তারা কফিনসহ দ্রুত কবর দিয়ে চলে যেতে চেয়েছিল। লাশের গোসলের জন্য সাবান, পানি, কাফনের কাপড় সংগ্রহ করতে যে সময় লাগছিল, তাতে সেনা সদস্যরা অস্থিত হয়ে গালাগালি করছিল। আমরা ২২-২৩ জন মানুষ বঙ্গবন্ধুর জানাজা নামাজ পড়েছিলাম। বঙ্গবন্ধুকে নিজ হাতে দাফনের সুযোগ পেয়ে নিজেকে জাতির ভাগ্যবান সন্তান মনে করি, গৌরববোধ করি।’